ভাল ছাত্র হওয়ার জুরুরি কৌশল

ভাল ছাত্র হওয়ার জুরুরি কৌশল নিচে দেয়া হল ঃ-


১। ভাল ছাত্রের বৈশিষ্ট অর্জন করা । 

২। শিক্ষা উপকরণ তৈরি করা ।

৩। সাস্থের প্রতি যত্নবান হওয়া ।

৪। নিরাশ না হয়ে আশাবাদী হওয়া ।

৫। প্রবল আগ্রহী হওয়া।

৬। হাতের লেখা সুন্দর করা।

৭। ভয় ও সংকীর্ণতা দূর করা।

৮। হীনমন্যতা দূর করা।

৯। লেখাপড়ায় নিয়মিত হওয়া।

১০। পড়ার সাথে সাথে বোঝার চেষ্টা করা। 

১১। কঠিন সাবজেক্টের প্রতি বেশি গুরুত্ব দেয়া।

১২। ব্যাকরণ বা গ্রামার আয়ত্ব করা।

১৩। সুত্র ( প্রমান সহ )মুখস্ত করা।

১৪। রুটিন তৈরি করে নির্দিষ্ট সময়ের মধ্যে সব বিষয়ের প্রস্তুতি গ্রহন করা।

১৫। মনের উৎসাহ-উদ্দীপনা সদা সজিব ও সতেজ রাখা। 

১৬। নিজে হ্যান্ড নোট তৈরি করা।


ভাল ছাত্র হওয়ার উপকরণ পোস্টটি পড়তে ক্লিক করুন

 


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ