সিম কার্ড ছাড়া কথা বলা যাবে। I Phone thirteen Update 2022

সিম কার্ড ছাড়া কথা বলা যাবে।

সিম কার্ড ছাড়া কথা বলা যাবে।


সিম কার্ড ছাড়া কথা বলা যাবে।আই ফোন ১৩ নিয়ে জল্পনা-কল্পনার সময় ফুরিয়ে এলো। ১৪ সেপ্টেম্বর উন্মোচনের মেঘা ইভেন্টের দিন নিশ্চিত করেছে এপল। কোবিড কালেও এবার ও অনলাইন ইভেন্টের এর পথে হেঁটেছে আমেরিকান টেক জায়ান্ট। 

ক্যালিফোর্নিয়ায় কোম্পানির অফিস এপল পার্কে হবে এ আয়োজন। জানা গেছে ২৪ সেপ্টেম্বর থেকে নতুন ফোনের বিক্রি শুরু করবে এপল। তবে ভারতে একই দিনে বিক্রি শুরু হবে কি না তা এখনো জানা যায়নি। 

২০২২ সাল থেকে বর্ধিত দাম চালু করার কথা এপলের। কিন্তু কোম্পানি আই ফোন থার্টিনে ছাড় দিতে নারাজ। তাই  এপল আই ফোন থার্টিন ফোনের দাম ৩-৫ শতাংশ বাড়িয়ে তা বিক্রি করবে মার্কিন টেক জায়ান্ট। 

আই ফোন থার্টিনে থাকতে পারে বড় ধরণের চমক। স্যাটেলাইট ফোনের মতো কানেকটিভিটি থাকা সম্ভবনা রয়েছে এ ফোনে। ফলে দুর্গম অঞ্চলে থাকলেও সমস্যায় পড়তে হবেনা গ্রাহককে। কল ড্রপ ছাড়াই কথা বলতে পারবেন তারা।


 ক্যামেরায় থাকতে পারে প্ররেজ, ভিডিও ফিচার,বিল কোয়ালিটি। থাকছে ৩টি রেয়ার ক্যামেরা। আগের থেকে বড় সেন্সর থাকতে পারে ফোনে। এমনকি ভিডিও করার ক্ষেত্রে প্রোরেজুলেশন ফিচার এনে নতুন ফোনে পোর্ট্রেইট ভিডিও মোড ফিচার দিয়েছে কোম্পানি। এই নতুন ভিডিও ফিচার কে প্ররেজ বা প্ররেজুলেশন ফিচার বলা হচ্ছে। 

বরাবরের মতো এবার ও একসঙ্গে বাজারে আসছে আই ফোন থার্টিনের চারটি মডেল। আই ফোন থার্টিন, আই ফোন থার্টিন মিনি, আই ফোন থার্টিন প্রো, আই ফোন থার্টিন প্রো ম্যাক্স সহ অন্যান্য এপল প্রোডাক্ট। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ