মোবাইলে কিভাবে আমাদের ক্ষতি করে || mobile bad side || mobile phone bad effect

মোবাইলে কিভাবে আমাদের ক্ষতি করে

হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন সবাই। আজকের এই পোস্ট টি আপনার লাইফের  ১০০% উপকারী একটি বার্তা হবে। কারণ এই পোস্ট টিতে আমি তুলে ধরবো মোবাইল ফোনের এমন সব অপকারিতা যেটি মোট জরিফে ৯৮% মানুষের অজানা এবং পোস্টের শেষের দিকে তুলে ধরবো এর থেকে কিভাবে প্রতিকার পাবেন।

 তো স্বাগতম আপনাকে আমার এই ব্লগটিতে। প্রযুক্তির ছড়াছড়ি এই যুগে অন্যতম প্রধান একটি মোবাইল।যুগের সাথে তাল মিলিয়ে চলতে এই মোবাইল ছাড়া আমাদের এক মুহূর্ত ও চলে না। মোবাইল ব্যবহার কারীরা মোবাইল ছাড়া একটি দিন যেন তাদের কাছে এক বছরের বেশি সময় মনে হবে। মোবাইল ব্যবহার করে দিনের পর দিন রাতের পর রাত কাটিয়ে দেওয়া আমাদের অভ্যাসে পরিণত হয়েছে। 

কিন্তু আপনি জানেন কি মোবাইল ফোন পাশে রেখে যদি আমরা ঘুমিয়ে পড়ি তাহলে এটি আমাদের মস্তিষ্কে শারীরিক এবং মানসিক  মারাত্মক ক্ষতি করতে পারে। মোবাইল ফোন পাশে রেখে আমরা ঘুমিয়ে পড়লেও আমাদের পাশে থাকা মোবাইল ফোনটি কিন্তু ঘুমায় না। আমাদের মোবাইল সবসময় নেটওয়ার্ক থেকে শক্তি সরবরাহ করে থাকে। যার ফলে মোবাইলের আশেপাশে একটি শক্তি বিকিরণ ঘটে। যার প্রভাব গিয়ে পরে ডিরেক্ট আমাদের মস্তিষ্কের উপরে।

আমরা যখন ঘুমিয়ে পড়ি আমাদের মস্তিস্ক তখন বিশ্রামে চলে যায়। আর ঐ সময় যদি আমাদের মোবাইলে শক্তি বিকিরণ ঘটে তখন আমাদের মস্তিষ্কে স্বাভাবিক কাজের বাধা সৃষ্টি করে। যার ফলে আমাদের মাথা ব্যাথা এবং ঘুমের সমস্যা দেখা দেয়। যদি আমরা মোবাইলে ইন্টারনেট কানেক্ট করে অথবা ওয়াইফাই কনন্টেক্ট করে ঘুমিয়ে পড়ি তাহলে আমাদের মোবাইলে শক্তি কয়েকগুন বেড়ে যায়। যার ফলে এই সমস্যাটি চরম লেবেলে পৌঁছে যেতে পারে। 

ইন্টারনেট কিংবা ওয়াইফাই একটি পৃথিবী বিস্তৃত নেটওয়ার্ক। আর এ নেটওয়ার্কের সাথে আমাদের ফোনটি কানেক্ট থাকে তখন কি পরিমান শক্তি বিকিরণ হয় তা আমাদের চিন্তাশক্তির বাইরে। ইন্টারনেট কানেক্ট থেকে আমাদের ফোনটি সর্বোচ্ছ  শক্তি খরচ করে। যার ফলে হয়তো আপনি একটি বিষয় লক্ষ
করেছেন। ইন্টারনেট কানেক্ট থাকা অবস্থায় মোবাইল ফোনের চার্জ খুব দ্রুত শেষ হয়ে যায়। তার মানে আমাদের জ্ঞান সীমার বাইরে নয় যে ঐ সময় কতটা শক্তি বিকিরণ করে আমাদের মোবাইল ফোনটি।

 আমাদের মস্তিষ্কের সুক্ষ নির্ভুল কাজ কে নষ্ট করে ফেলতে পারে মোবাইলের বিকৃত শক্তি। আমাদের পুরো বডির মেইন সুইচ হচ্ছে আমাদের মস্তিস্ক। আর আমাদের মস্তিস্ক যখন ন্যাচারাল কাজে বাধাগ্রস্ত হয় তখন শরীরের বাকি অঙ্গগুলো সঠিক ভাবে কাজ করেনা। ফলে পরবর্তীতে স্মৃতিশক্তি নষ্ট হওয়া, মেজাজ খিটিখিটে হওয়া, মাথা ব্যাথা হওয়া, দৃষ্টি শক্তি কমে যাওয়া এমনকি কাঞ্চার পর্যন্ত হতে পারে।

 তাই এই বিষয় আমাদের অবশ্যই সতর্কতা থাকা প্রয়োজন। তো বন্ধুরা মোবাইলের এই ধরণের ক্ষতিকর দিক থেকে বাঁচতে হলে অবশ্যই আপনাকে চেষ্টা করতে হবে ঘুমানোর আগে মোবাইল ফোন টি বন্ধ করে ঘুমানো। আর যদি সেটি সমস্যা হয় তাহলে অবশ্যই মোবাইল ফোনের ইন্টারনেট কানেকশন বন্ধ করে দিয়ে  ঘুমাতে হবে।  একটি জিনিস অবশ্যই মনে রাখবেন প্রযুক্তি আমাদের জীবনযাত্রার মান ঠিক যতটা সহজ করে দিয়েছে , ঠিক তেমনি আমাদের জীবনের নানা ধরণের অনাকাঙ্খিত দুর্ঘটনা হাতের নাগালে এনে দিয়েছে। 

যদি পোস্ট টি ভালো লাগে  তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করবেন।

ধন্যবাদ   


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ