ভাল ছাত্র হওয়ার উপকরণ । valo chatro howar upokoron

 ভাল ছাত্র হওয়ার কিছু উপকরণ  নিচে দেওয়া হল ঃ-


ভালো ছাত্র ছাত্রী হওয়ার জন্য একজন শিক্ষার্থীর পড়ার টেবিলে নিম্মের উপকরণ গুলো রাখা একান্ত প্রয়োজন।

  • বই : পাঠ্য বইয়ের সাথে কয়েক জন লেখকের বই, বিভিন্ন রকম গাইড বই, হ্যান্ড নোট। 
  • নোট করার জন্য কয়েকটি বাইন্ডিং খাতা। কিছু সাদা কাগজের শিট। 
  •  বিভিন্ন টুকরা নোট ও গবেষণা নোট জমা রাখার জন্য কয়েকটি ফাইল। 
  •  স্ট্যাপলার। 
  •  রিফিল করা যায় এমন দুচারটে ভালো কলম। 
  • হালকা সিগনেচার কলম। 
  • মোটা কালির কলম। 
  •  গাম।  
  •  স্কেল, রাবার জ্যামিতি বাক্স। 
  •  বিগত পরীক্ষার প্রশ্নপত্র সমূহ এবং 
  •  কাগজ আটকে রাখার কয়েকটি ক্লিপ ইত্যাদি।  


ভাল ছাত্র হওয়ার জুরুরি কৌশল পোস্টটি পড়তে ক্লিক করুন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ