উপায় একাউন্ট খোলার নিয়ম। Upay account create

উপায় হচ্ছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (UCB) এর মোবাইল ব্যাংকিং সার্ভিস। এটির মাধ্যমে  অন্যান্য মোবাইল ব্যাংকিং এর সকল সুবিধা ভোগ করতে পারবেন। যেমনটা বিকাশ, নগদ, রকেট থেকে পেয়ে থাকেন।  

উপায় (Upay) কিভাবে রেজিস্ট্রেশন করবেন?


 #  আপনি যদি উপায় আপ টি ইনস্টল করতে চান তাহলে অবশ্যই একটি স্মার্টফোন লাগবে। উপায় আপটি শুধু মাত্র এন্ড্রোয়েড ফোনে ব্যবহার করতে পারবেন, কারণ এটি প্লে স্টোরে পাওয়া যায়। অন্য কোনো স্টোরে পাওয়া যায় না। প্রথমে আপনি প্লে স্টোর থেকে এপসটি টি ইনস্টল করে নিবেন।

  এপসটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন  



এপসটি ইনস্টল হওয়ার পর ওপেন করুন। ওপেন করলে RegistrationLogin নামক দুইটি অপশন আসবে। রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করুন। 



রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করার পর উপায় আপনার ডিভাইস টির অবস্থান জানতে চাইবে। অবস্থান জানাতে ' allow ' বাটনে ক্লিক করুন। 


এরপর মোবাইল নাম্বার চাইবে। আপনার বৈধ ও স্থায়ী নাম্বার টি বসিয়ে দিন। মোবাইল নাম্বার টি কোন কোম্পানির (গ্রামিন ফোন, বাংলালিংক, রবি, এয়ারটেল, টেলিটক) সেটিও সিলেক্ট করে দিন। তারপর নিচে ভেরিফাই নাম্বারে ক্লিক করুন। 


ভেরিফাই নাম্বারে ক্লিক করার পর নতুন করে একটি উইন্ডো আসবে।  আপনার নাম্বার যাচাই করার জন্য আপনার মোবাইল নাম্বারে একটি ওটিপি কোড আসবে।


 এই ওটিপি কোডটি আপনি টাইপ করে বসাতে পারবেন না। কিছুক্ষন অপেক্ষা করার পর এটি স্বয়ংক্রিয় ভাবে পূরণ হয়ে যাবে। 'allow ' বাটনে ক্লিক করুন 


এর পর জাতীয় পরিচয় পত্র যাচাই করানোর জন্য জাতীয় পরিচয় পত্রের সামনের এবং পিছনের অংশের ছবি আপলোড করতে হবে। তবে এই প্রক্রিয়াটি শুরু করার জন্য উপায় এপসটি কে আপনার ক্যামেরা ব্যবহারের অনুমতি দিতে হবে। অনুমতি দেয়ার জন্য ' allow ' বাটনে ক্লিক করুন। 


ছবি তোলার পর ' done ' বাটনে ক্লিক করুন।


এর পর উপায় এপস এর সাহায্যে আপনার মুখের ছবি তুলতে হবে। ছবিটি যাতে আলোকিত স্থানে হয় সেদিকে খেয়াল রাখতে হবে। আপনার মুখ ফ্রেমের মধ্যে রাখুন। চোখ বড় বড় করে তাকান এবং চোখের পাতা ফেলুন। স্বয়ংক্রিয় ভাবেই ছবিটি তোলা হয়ে যাবে। আবার 'done' বাটনে ক্লিক করুন 


ছবি তোলার পরবর্তী ধাপে আপনার পেশা ও লিঙ্গ নির্ধারণ করতে হবে। নিজের পেশা নির্ধারণ করুন। এপসে আপনার পেশা উল্লেখিত না থাকলে পেশার নাম লিখুন। অতঃপর নিজের লিঙ্গ নির্ধারণ করুন।প্রয়োজন বোধে নিজের ইমেইল যোগ করুন। 'confirm' বাটনে ক্লিক করুন। 


জাতীয় পরিচয় পত্রের সকল তথ্য অনুযায়ী ঘর গুলো পূরণ করতে হবে। বর্তমান ঠিকানার ঘরটি ফাঁকা থাকে, আপনি চাইলে পূরণ করতে পারেন। সকল তথ্য যাচাই করার পর হলুদ রঙের রেডিও বাটনে ক্লিক করুন।  এর পর 'confirm' বাটনে ক্লিক করুন। 



এর পর পিন তৈরির পালা। পিন, যেকোনো মোবাইল ব্যাংকিং এর ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ও গোপনীয় বিষয়। এই ধাপে আপনাকে পিন তৈরী করতে হবে। ৪ অংকের পিনটি নিশ্চিত করতে দুইবার এক্সেস করতে হবে। এর পর 'confirm' বাটনে ক্লিক করুন। 


পিন তৈরী করার পর আপনার উপায় একাউন্ট খোলার সকল প্রক্রিয়া শেষ হয়ে যাবে। এখন থেকে আপনি উপায় এর একজন গ্রাহক। আপনাকে স্বাগতম জানানোর পর উপায় একটি ম্যাসেজ পাঠাবে এবং এই রকম একটি পেজ ভেসে উঠবে। উপায়ের কার্যক্রম শুরু করতে 'Get Started ' এ ক্লিক করুন। 



লগইন পেজে গিয়ে আপনার উপায় একাউন্টের সাথে সংযুক্ত মোবাইল নাম্বার ও পিন প্রবেশ কোরান। তার পর ' রাইট অ্যারোতে  ' ক্লিক করুন। 



লগইন করার পর নিচের চিত্রটি আপনার স্ক্রিনে ভেসে উঠবে। এটি হলো উপায়ের হোম স্ক্রিন। এখন থেকেই আপনি উপভোগ করতে পারবেন উপায় মোবাইল ব্যাংকিংয়ের সকল সুবিধা।  










একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ