আলেশা কার্ড কি এবং এর সুবিধাগুলো কি?

 আলেশা কার্ড কি?


দেশের মানুষের পাশে থাকতে নিরবিচ্ছিন্ন ভাবে বিভিন্ন উদ্দেগ নিচ্ছে আলেশা হোল্ডিংস লিঃ। এটার অংশ হিসেবে 'প্রিভিলেজ' অর্থাৎ বিশেষ সুবিধার পদ সংজ্ঞাকে অন্য উচ্চতায় নিয়ে যেতে চায় আলেশা কার্ড।

 আলেশা হোল্ডিংস লিঃ বিশ্বাস করে, তাদের শুধু বিজনেস পার্টনারদর সাথে কার্ড হোল্ডারের এক চিরস্থায়ী ভাবে সম্পর্ক গড়ে দেবে আলেশা কার্ড।

আলেশা কার্ডের সুবিধাগুলো নিচে দেওয়া হলঃ-

  • বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনারা ফ্রিতে আলিশা কার্ডটি গ্রহণ করতে পারবেন।
  • পয়ষট্টি বছরের বেশি বয়সী বাংলাদেশী নাগরিকরা পঞ্চাশ শতাংশ পর্যন্ত ডিস্কাউন্ট দিয়ে কার্ডটি কিনতে পারবেন।
  • দেশজুড়ে নব্বইটি ক্যাটাগরিতে   ৩০০০ এর ও বেশি সাপ্লায়ারের কাছ থেকে তারা সর্বোচ্চ  পঞ্চাশ শতাংশ ডিসকাউন্ট পাবেন।
  • এ কার্ড হোল্ডাররা আলেশা মার্টের নির্দিষ্ট কিছু পণ্য কিনতে পারবেন ১০ শতাংশ ডিস্কাউন্টে।
  • শুধু  তাই নয়, অল্প কিছুদিন এর মধ্যেই চালু হতে যাচ্ছে আলেশা হোল্ডিংসের নতুন এক সেবা 'আলেশা রাইড' .  ব্যবহার করলে আলেশা রাইডের প্রতি রাইডের জন্য দশ শতাংশ ডিসকাউন্ট পাওয়া যাবে। 
  • আলেশা ব্যবহার করে আলেশা হোল্ডিংসের আসন্ন আরেকটি উদ্দ্যেগ 'আলেশা ফার্মেসি' থেকে পাঁচ শতাংশ ডিস্কাউন্ট দিয়ে ঔষুধও কেনা যাবে। 
  • এ কার্ড হোল্ডাররা শর্তসাপেক্ষে আরো পাবেন আন্তর্জাতিক মানের এম্বুলেন্স সেবা, যেখানে থাকবে হাসপাতালে আসার আগ পর্যন্ত আইপি ক্যামেরার মাধ্যমে সরাসরি চিকিৎসকের পর্যবেক্ষণের সুবিধা।
  • মেয়াদ থাকাকালে আলেশা কার্ডের কোন গ্রাহক যদি কোনো দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন, তাহলে তার পরিবারকে সর্বোচ্চ দুই লাখ টাকা দেয়া হবে। এটি হচ্ছে আলেশা কার্ডের বিশেষ একটি সুবিধা। 


আলেশা কার্ডের দাম কত ?

এককালীন ৭৯৮০ টাকা দিয়ে যে কেউ আলিশা কার্ড সাবস্ক্রাইব করতে পারবেন। এটা হচ্ছে শুধু মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনা বা ৬৫ বছরের উপরের ব্যাক্তিদের জন্য। এবং প্রতি বছর ৯৮০ টাকা দিয়ে কার্ডটি নবায়ন করা যাবে। লাইসেন্সের মতো নবায়ন করলে আবার একবছর ভোক করতে পারবেন। 

তো আজকে এই পর্যন্ত আপনাদের আরো কিছু জানতে চাইলে আমাকে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ 


একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ

Please validate the captcha