বিপদে পড়লে বুঝবেন পৃথিবী কত কঠিন।

বিপদে পড়লে বুঝবেন পৃথিবী কত কঠিন।



বিপদে পড়লে বুঝবেন পৃথিবী কত কঠিন। মানুষ যখন বিপদে পরে তখন বুঝতে পারে পৃথিবী কত কঠিন। আর আপন জনেরা কত নিষ্ঠূর। টাকা ইনকাম করো ভাই সম্মান এমনিতে বেড়ে যাবে। কারণ ছেলেদের সৌন্দর্য তাদের ইনকামে। অভিযোগ নয় অভিজ্ঞতা থেকে বলছি। আপনার বাবার টাকা না থাকলে আপনার আত্মীয়রা আপনার সাথে ভালো ব্যবহার করবেনা।

 মানুষ বড়োলোক হলে ভুলে যায় ,কিন্তু সেও একসময় গরিব ছিল। টিচার হলে ভুলে যায় সেও একসময় স্টুডেন্ট ছিল। ঠিক তেমনি অধিকাংশ নারী শাশুড়ি হলে ভুলে যায় , সেও একসময় বৌমা ছিল। কেউ দেখেনা তাদের জন্য কি করছো, তারা শুধু দেখে তুমি তার জন্য কি করো নি। 

সাগরে অনেক ঢেউ থাকে কিন্তু সব ঢেউ কিনারায় আসতে পারেনা। তেমনি জীবনে অনেক বন্ধু হবে , কিন্তু সব বন্ধু মনের মতো হবে না। সময় আর পরিস্থিতি অনেক কিছু কেড়ে নিলেও জীবনকে থামিয়ে দিতে পারে না। কোনো না কোনো রাস্তা ঠিক তৈরী করে দেয় জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। 

শূন্য পকেটে যে নারী পাশে থাকে, সাফল্য হওয়ার পর সেই নারী তোমার স্ক্রী হওয়ার যোগ্য। কথা দেওয়াটাই বড় নয়, কথা রাখাটাই বড়। এমন কথা কাউকে দেওয়া ঠিক না , যা রক্ষা করা সম্ভব না। কিছু কিছু কষ্ট এমন হয় যে সহ্য করা ছাড়া কোন উপায় থাকে না। আর চাইলেও কাউকে বলা যায় না।

 চাকরি আর টাকা দেখে কোনো মেয়েকে বিয়ে দিবেন না, খোঁজ নিয়ে দেখুন ছেলেটা মানুষ কিনা। কারণ ভাত কাপড়ের জন্য কোনো মেয়ে মরে না , মরে অমানুষের অত্যাচারের কারণে। কারো সাথে খারাপ ব্যবহার করো না , কারণ মৃত্যুর আগে ক্ষমা চাওয়ার জন্য হয়তো তো খুঁজে পাবেনা। বিবেকের চেয়ে বড় আদালত এ পৃথিবীতে আর নেই, অন্যকে কাঁদালে নিজেকেও কাঁদতে হবে শুধু সময়ের অপেক্ষা।

 খুচ্রা পয়সার আওয়াজ সবসময় বেশি হয় , কিন্তু বেশি টাকার নোটে  নোট কখনো শব্দ হয় না। তাই সকলকে তোমার মূল্য বোঝাতে চুপ থাকো। সময় তোমার মূল্য সবাইকে ঠিক সময়ে বুঝে দিবে। একে একে সবাই বিদায় নেয় , কেউ মন থেকে কেউ পৃথিবী থেকে। যেদিন কেউ কথা দিয়ে আসবে না , সেদিন বুঝবে অপেক্ষা কাকে বলে। 

মানুষ যাকে বেশি ভালো বাসে তাকেই বেশি সন্দেহ করে , কারণ তার প্রিয় জনের ভাগ কাউকে দিতে চায় না। একবার নয় বার বার তাকেই বিশ্বসাস করা যায় , যে সত্যি বিশ্বাসের মর্যাদা রাখে। মানুষের দাম বেড়ে যায় কখন জানো, যখন তুমি তাকে আপন ভেবে গুরুত্ব দেবে, তখন সে তোমাকে এমন ভাব দেখাবে যেন তার কাছে তোমার কোনো মূল্য নেই। 

বাবার পরে ভাই হলো একমাত্র পুরুষ। পাশে থাকলে একটি মেয়ে নিজেকে সুরক্ষিত মনে করে। জীবনে কিছু সময় আসে যখন মানুষ, না পারে একবারে সব ছেড়ে চলে যেতে , না পারে সব সহ্য করে বেঁচে থাকতে। মানুষ এক কাপ চায়ে মাছি পড়লে সম্পূর্ণ চা ফেলে দেয়, কিন্তু এক কাপ ঘিয়ে একটা মাছি পড়লে মাছিটিকে ফেলে দেয়। এটাই মানুষের ভাবনা। দামি জিনিসের জন্য মন মানসিকতা বদলে যায়।

 লোভ মানুষকে অনেক নিচে নামিয়ে দেয় , আর অভাব মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয়। কেউ কারো জন্য পারফেক্ট হয়ে জন্ম নেয় না , পারফেক্ট করে নিতে হয় ভালো বেশে। পাইনি কথাটার চেয়ে পেয়ে হারিয়েছি কথাটা বেশি যন্ত্রণাদায়ক। কষ্ট সেতো প্রিয় মানুষের দেওয়া শ্রেষ্ট উপহার।  নোংরা হাত সৎ পথে রোজগার করার চিহ্ন। 

পৃথিবীতে সবচেয়ে বড় লটারি হচ্ছে বিশ্বাসী কাউকে খুঁজে পাওয়া। ছোট থেকে খুব করে চাওয়া  প্রতিটি জিনিস হয় হারিয়ে গেছে না হয় ভেঙে গেছে না হয় অন্যের হয়ে গেছে। না হয় মেনে নিতে হবে এটাই জীবন। চেহেরা সৌন্দর্য কেবল আইনেই প্রকাশিত হয় , আর অন্তরের সৌন্দর্য আচরণে প্রকাশ পায়। দশ জনের হাত স্পর্শ না করে একজনের হাত শক্ত করে ধরো, ভবিষ্যৎ সুন্দর হবে। 

মানুষের উপরেরটা দেখে কখনো ঘৃণা করো না , হয়তো তার কাছে এমন একটি গুন্ আছে যা স্বর্ণের চেয়ে দামি। সুখটাকে খুঁজতে খুঁজতে মৃত্যুর দিকে এগিয়ে যাওয়ার নামই জীবন ,যেখানে অধিকার বলতে কিছু নেই, সেখানে রাগ দেখানো এবং অধিকার দেখানো সবথেকে বোকামি। নতুন বছর জেনেও যদি তোমার মধ্যে আনন্দ না থাকে।  তাহলে তুমি বুঝে নাও ,তুমি পরিস্থিতির চাপে এখন অনেক পরিণত হয়ে গেছো। 

যে আপনাকে হিংসা করে তাকে আপনি করতে দিন , কারণ আপনার গুন্ আছে বলেই সে আপনাকে হিংসা করে। জীবন নামক অঙ্কটা বড় উদ্ভুত , কখন যে সুখ গুলো বিয়োগ হয়ে দুঃখ গুলো যোগ হয়ে যায় বোঝায় যায় না। রাগকে মনে স্থান দিলে সম্পর্ক নষ্ট হয়। অভিমান মনে পুষে রাখলে দূরত্ব সৃষ্টি হয়। কিন্তু সব ভুল ক্ষমা করে দিলে সম্পর্ক মিষ্টি হয়। 

দুটি গুন্ নিজের মধ্যে গড়ে তুলুন , চুপ থাকা এবং ক্ষমা করা। কেননা চুপ থাকা থেকে বড় কোন উত্তর নেই এবং ক্ষমা করা থেকে বড় কোনো প্রতিশোধ নেই। টাকার কাছে হেরে যায় মধ্যবিত্তদের স্বপ্ন। নীরবতা অনেক কথা বলে যা বোঝার ক্ষমতা অনেকের নেই। সবাইকে খুশি করার চেষ্টা করতে করতে নিজের জীবন থেকে কবে খুশি চলে গেছে বুঝতেই পারিনি। যে কাজ করে সে ভুল করে যে কাজ করে না সে গিবদ করে।

  প্রতিটি মানুষ তাদের মতো , যার একটা অন্ধকার দিক আছে সেদিক সে কাউকে দেখতে চায় না।  আমি সম্মান করি তাদের যারা সব সময় সত্যি কথা বলে। সেটা যতই খারাপ হউক না কেন। নিজেকে ছোট মনে করে কখনো কষ্ট পেওনা কারণ কেউ বড় হয়ে জন্মায় না। নিজের ক্ষমতা এবং আত্মবিশ্বাস দিয়ে বড় হতে হয়।   

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ