ব্যাংক একাউন্ট কি? ব্যাংক একাউন্ট কত প্রকার? How to create Bank account?

ব্যাংক একাউন্ট কি? ব্যাংক একাউন্ট কত প্রকার?

ব্যাংক একাউন্ট কি? ব্যাংক একাউন্ট কত প্রকার?

সাধারণত ব্যাংক একাউন্ট চার প্রকার বলা যায়।

  1. চলতি একাউন্ট ( Current Account )
  2. সঞ্চয় একাউন্ট ( Saving Account )
  3. পুনর্নবীকরণ ডিপোজিট একাউন্ট ( Recurring Deposit Account )
  4. ফিক্সড ডিপোজিট একাউন্ট ( Fixed Deposit Account )
ব্যাংক একাউন্ট কি? ব্যাংক একাউন্ট কত প্রকার?


1. চলতি একাউন্ট ( Current Account )

 চলতি একাউন্ট ( Current Account ) যে কোনো ব্যাক্তি নিজের নাম খুলতে পারে তবে সাধারণত ব্যাবসায়ী ব্যাক্তি, পাবলিক এন্টারপ্রাইজ, কোম্পানি, ফার্ম, এবং প্রতিষ্ঠানের জন্য এই ধরণের একাউন্টগুলি উপযুক্ত। 

এই রকমের একাউন্টগুলি বিনিয়োগ অথবা সঞ্চয়ের জন্য ব্যবহার করা হয় না।
এই ধরণের অমান্তগুলি (ডিপোজিট ) সাধারণত তরল ডিপোজিট এবং দিনে এর লেনদেনের সংখ্যার কোনো নির্দিষ্ট সীমা থাকে না। 

 এই রকমের একাউন্টের টাকার উপর কোন ইন্টারেস্ট দেওয়া হয় না। ব্যাংকগুলো এই রকমের একাউন্টের উপর সেবা চার্জ ধার্য করে থাকে।

চলতি একাউন্টগুলিতে কোনো নির্দিষ্ট মেয়াদ নেই। কারেন্ট একাউন্ট বা চলতি একাউন্ট করার জন্য আপনি নগদ কার্ড, ডেবিট কার্ড,গ্যারান্টি কার্ড এবং চেক বুক দেবে এবং পাশাপাশি ওভারড্রাফটের সুবিধা প্রদান করবে। 



2. সঞ্চয় একাউন্ট ( Saving Account )

সঞ্চয় account এ ভবিষ্যতের সঞ্চয়ের উদ্দেশ্যে use করা হয়ে থাকে।     
যে কোন মানুষ একক বা যৌথ সঞ্চয় একাউন্ট ( Saving Account ) খুলতে পারবে।  
বেশিরভাগ বেতনভোগী মানুষ, পেনশনকারী মানুষ এবং স্টুডেন্ট সঞ্চয় একাউন্ট use করে। 
এই রকমের একাউন্ট খোলার সুবিধা হল ব্যাংক এই একাউন্টেরগুলোর উপর সঞ্চয়ের জন্য রেমিটেন্স অর্থাৎ সুদ প্রদান করে। 

সুদের হার দৈনিক, সাপ্তাহিক অথবা মাসিক বা বার্ষিক ভিত্তিতে হতে পারে। 
সঞ্চয় একাউন্ট ধারকরা তাদের প্রয়োজনমতো জমা রাখা টাকা তুলে নিতে পারে।  
ভবিষ্যতের ছুটি, বিবাহের অর্থায়ন, গাড়ি কেনার ইত্যাদি পূরণের জন্য কোনও স্বল্প-মেয়াদী আর্থিক লক্ষমাত্রাগুলির জন্য এই ধরণের একাউন্ট আদর্শ।  

সঞ্চয় একাউন্টের সুদের আয়ের হার ৪ শতাংশ অথবা ৬ শতাংশ পাওয়া যায়। 
এই ধরণের একাউন্টের ডিপোজিটের পরিমান এবং সংখ্যার কোন সীমাবদ্ধতা নেই। 
 কিছু কিছু ব্যাংক একাউন্ট কার্যকর নূন্যতম অর্থের পরিমান বজায় রাখতে সুপারিশ করে। 
এই একাউন্টগুলি প্রধানত চেক প্রদানের জন্য সুবিধা বহন করে। 



3. পুনর্নবীকরণ ডিপোজিট একাউন্ট ( Recurring Deposit Account )

পুনর্নবীকরণ অর্থাৎ নবায়ন  ডিপোজিট একাউন্ট প্রধানত নির্দিষ্ট সময়সীমার জন্য কিছু পরিমান অর্থ সঞ্চয় এবং উচ্চ রেমিট্যান্স অর্থাৎ সুদের হার অর্জনের জন্য খোলা হয়। 

এই ধনরনের একাউন্ট একটি নির্দিষ্ট পরিমান, যা নির্দিষ্ট পরিমান অর্থ নির্দিষ্ট সময়ের জন্য প্রতি মাসে জমা দেওয়া হয় এবং নির্দিষ্ট সময়ের শেষে সুদসহ মোট পরিমান অর্থ প্রদান করা হয়। 
এই ডিপোজিটের মেয়াদ অত্যন্ত ছয় মাস এবং সর্বাধিক দশ বছর। 

সুদের হাড়গুলি সময়কাল এবং ব্যাংকগুলির উপর ভিত্তি করে বিভিন্ন পরিকল্পনাগুলির জন্য পরিবর্তিত হয়। 



4.ফিক্সড ডিপোজিট একাউন্ট ( Fixed Deposit Account )

ফিক্সড ডিপোজিট একাউন্টে(এফডি একাউন্ট নামেও পরিচিত), নির্দিষ্ট সময়ের জন্য একটি নির্দিষ্ট পরিমান অর্থ ব্যাংকে জমা হয়। 

এই মেয়াদে জমা দেওয়া অর্থ মেয়াদ শেষ হওয়ার আগে প্রস্থান করা যাবে না।  
তাছাড়াও , প্রয়োজনের তাগিদে, আমানতকারী পেনাল্টি পরিশোধ করে আজীবনের জন্য নির্দিষ্ট আমানত বন্ধ করার জন্য অনুরোধ করতে পারেন। শাস্তি পরিমান ব্যাংকের সাথে পরিবর্তিত হয়। 

১টি  উচ্চ ইন্টারেস্টের হার নির্দিষ্ট আমানতের উপর পরিশোধ করা হয়। 
নির্দিষ্ট আমানতের জন্য প্রদেয় সুদের হার পরিমান, সময়সীমার এবং ব্যাংক থেকে ব্যাংক পর্যন্ত পরিবর্তিত হয়।  



সারকথা :-

বেশিরভাগ একাউন্ট ভিন্ন উপায়ে এক্সেস করে যেতে পারে। 
ব্রাঞ্চের মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে অথবা টেলিফোনের মাধ্যমে। 
আমার কিছু একাউন্ট পোস্ট অফিসের মাধ্যমে অথবা স্মার্টফোন এপের মাধ্যমে এক্সেস করা যেতে পারে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ